নয়াদিল্লি, ২৯ অক্টোবর (হি.স.): বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর মঙ্গলবার নতুন দিল্লিতে সেনা কমান্ডারদের সম্মেলনে ভাষণ দিয়েছেন। সম্মেলনে, ডঃ জয়শঙ্কর বর্তমান ভূ-রাজনীতির চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং সুযোগ-সহ এর জটিলতা নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে বিদেশমন্ত্রী জয়শঙ্কর গুরুত্ব দেন যে, জাতীয় নিরাপত্তা কার্যকরভাবে এগিয়ে নিতে আরও ‘সমগ্র সরকার’ দৃষ্টিভঙ্গির প্রয়োজন। জয়শঙ্কর নিজের এক্স হ্যান্ডেলে জানান, মঙ্গলবার দিল্লিতে সেনা কমান্ডারদের সম্মেলনে ভাষণ দিতে পেরে খুশি। বর্তমান ভূরাজনীতির জটিলতা, সেইসঙ্গে এর চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং সুযোগ নিয়ে আলোচনা করেছি।