নয়াদিল্লি, ২৯ অক্টোবর (হি.স.): প্যালেস্টাইনে মানবিক ত্রাণ সাহায্য পাঠিয়েছে ভারত। দ্বিতীয় কিস্তির এই জিনিসগুলির মধ্যে আছে ক্যান্সার-সহ বিভিন্ন জীবনদায়ী ওষুধ, নিত্য প্রয়োজনীয় দ্রব্য প্রভৃতি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানিয়েছেন, প্যালেস্টাইনের বিপন্ন মানুষের পাশে ভারত সবসময়ই আছে। ৩০ টনের এই মেডিক্যাল সরঞ্জাম সেখানে যুদ্ধ বিধ্বস্ত মানুষের জীবনে অনেকটাই কাজে লাগবে বলে তিনি আশা প্রকাশ করেন। উল্লেখ্য, চলতি মাসের ২২ তারিখে ভারত, রাষ্ট্রসংঘের মাধ্যমে প্যালেস্টাইনে প্রথম ত্রাণ সামগ্রী পাঠিয়েছিল।