BRAKING NEWS

মহাকাশ থেকে সেমি-কন্ডাক্টর, প্রতিটি নতুন প্রযুক্তিতে অগ্রগতি করেছে ভারত : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৯ অক্টোবর (হি.স.): মহাকাশ থেকে সেমি-কন্ডাক্টর, ইলেকট্রনিক্স থেকে বৈদ্যুতিক যান, প্রতিটি নতুন প্রযুক্তিতে ভারত অগ্রগতি করেছে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, “বিশ্বে নতুন নতুন প্রযুক্তি আসত। কিন্তু ভারতে আমরা সেই প্রযুক্তির জন্য অপেক্ষা করতাম, এই ভেবে যে এটা বিশ্বে এসেছে, ভারতে কবে আসবে। যে প্রযুক্তি পশ্চিমী দেশগুলিতে সেকেলে ও অকেজো হয়ে গিয়েছিল, তখন তা আমাদের কাছে পৌঁছত।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার রোজগার মেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫১ হাজার নতুন কর্মপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেন। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও দফতরের পদে নিয়োগের জন্য দেশের ৪০টি স্থানে এই মেলার আয়োজন করা হয়। এর মধ্যে আছে কলকাতায় জাতীয় গ্রন্থাগার। ডাক বিভাগের পক্ষ থেকে সেখানে এই রোজগার মেলার আয়োজন করা হয়।নিয়োগপত্র হাতে পাওয়া সবাইকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “এই উৎসবমুখর পরিবেশে, এই শুভ দিনে রোজগার মেলায় ৫১ হাজার কর্মপ্রার্থীকে সরকারি চাকরির নিয়োগপত্র দেওয়া হচ্ছে। আমি আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *