BRAKING NEWS

প্রাক্তন মন্ত্রী সৈরানিকে বিধানসভায় শেষ শ্রদ্ধা, অধ্যক্ষ ও বিরোধী দলনেতার পুষ্পার্ঘ্য অর্পণ

কলকাতা, ২৯ অক্টোবর (হি. স.) : প্রাক্তন মন্ত্রী হাফিজ আলম সৈরানির মরদেহবাহী শকট মঙ্গলবার সকালে বিধানসভা ভবনে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে। উত্তর অলিন্দে মূল ভবনের প্রাঙ্গণে অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় তাঁর মরদেহে মাল্যদান করেন। এরপর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও পুষ্পার্ঘ্য নিবেদন করেন। প্রয়াত নেতাকে আরও দুই বিজেপির বিধায়ক মিহির গোস্বামী ও নরহরি মাহাতো শেষ শ্রদ্ধা জানান।উল্লেখ্য, মারণ রোগ ক্যান্সারে আক্রান্ত হয়ে ভুগছিলেন তিনি। তাঁর ভাইপো প্রাক্তন বিধায়ক ইমরান আলি রামজ ওরফে ভিক্টর এই মৃত্যু সংবাদ জানান। প্রসঙ্গত, বামফ্রন্ট মন্ত্রিসভার সদস্য ছিলেন তিনি এবং বিগত সরকারের আমলে ১৯৯৬ থেকে ২০০১ পর্যন্ত ত্রাণ ও সমবায় দফতরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন হাফিজ আলম সৈরানি। উত্তর দিনাজপুর জেলার বাসিন্দা ছিলেন। গোয়ালপোখর কেন্দ্র থেকে ফরওয়ার্ড ব্লকের টিকিটেই জিতেছিলেন তিনি। তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। সবশেষে নিজের গ্রামের উদ্দেশ্যে মরদেহবাহী শকট রওনা হয়। সেখানেই হবে শেষকৃত্য।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *