কলকাতা, ২৯ অক্টোবর (হি.স.): জেলে থাকাকালীন বার বার অসুস্থ হয়ে পড়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অতীতে হাসপাতালে ভর্তিও করানো হয় তাঁকে। কলকাতা হাই কোর্টে পার্থ জামিনের সপক্ষে অসুস্থতার কথা জানিয়েছেন। জামিনের মামলা ঝুলে থাকলেও আদালত তাঁর নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার নির্দেশ দেয়। সেই মতো মঙ্গলবার জেলে গিয়ে পার্থবাবুর স্বাস্থ্যপরীক্ষা করলেন চিকিৎসকেরা।
কারা দফতর সূত্রে খবর, আদালতের নির্দেশ মতো প্রতি মাসেই জেলে স্বাস্থ্যপরীক্ষা করানো হয় পার্থের। সেই স্বাস্থ্যপরীক্ষার রিপোর্ট অনুযায়ী পথ্যও দেওয়ার ব্যবস্থা করা হয়। মঙ্গলবার সেই মতোই জেলে পার্থকে পরীক্ষা করতে গেলেন চিকিৎসকেরা।
এদিনের মেডিক্যাল দলে ছিলেন মেডিসিন, অস্থি বিশেষজ্ঞেরা। তবে সূত্রের খবর, পার্থবাবুর স্বাস্থ্যপরীক্ষা করে নতুন কোনও জটিলতা পাওয়া যায়নি।