আগরতলা, ২৯ অক্টোবর : অস্থির বাংলাদেশে অর্থনৈতিক প্রগতি থমকে গেছে। সেই জায়গায় ভারতের সাথে সুসম্পর্কই সে-দেশের আর্থিক প্রবৃদ্ধিতে আবারও গতি আনবে। আজ ভারত-বাংলাদেশের বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন প্রকল্প সম্পর্কে প্রতিক্রিয়ায় এ-কথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক(ডা.) মানিক সাহা। তাঁর কথায়, ইন্দো-বাংলা প্রকল্পগুলি বন্ধ হয়নি। বাংলাদেশের অস্থিরতার কারণে থমকে গেছে। অস্থিরতা কাটলে আবারও ওই সমস্ত প্রকল্পের অসম্পূর্ণ কাজ শুরু হবে, আশা প্রকাশ করেন তিনি।
তাঁর বক্তব্য, বাংলাদেশের সাথে ভারত সরকার প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলেছে। ইন্দো-বাংলা অসম্পূর্ণ প্রকল্পগুলির কাজ পুণরায় শুরু হোক চাইছে ভারত। এক্ষেত্রে ভারত ও বাংলাদেশের সম্পর্ক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সময় আসলেই তা বোঝা যাবে।
তাঁর দাবি, স্বাধীনতা পরবর্তী সময়ে গত কয়েক বছরে বাংলাদেশের অভূতপূর্ব অর্থনৈতিক উন্নতি হয়েছিল। কিন্তু, সাম্প্রতিক ঘটনাবলির প্রেক্ষিতে তৈরি পরিস্থিতির জেরে সে-দেশের অর্থনৈতিক প্রগতি থমকে গেছে। ভারতের সাথে সুসম্পর্ক সেই অবস্থা উত্থানের একমাত্র উপায় বলে তিনি মনে করেন। তাঁর কথায়, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের স্থিরতার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ভারত সরকারের তরফে বারং বার সে-দেশের সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তাঁর মতে, ভারত সরকারের পরামর্শ মেনে নিলে বাংলাদেশের সাথে সম্পর্ক মধুর হবে। ফলে, ততদিন সাব্রুমের মৈত্রী সেতু, আগরতলা-আখাউড়া রেল সংযোগ এবং আগরতলা-চিটাগাং রুটে বিমান পরিষেবা শুরু নিয়ে নিশ্চিতভাবে কিছুই বলা যাচ্ছে না। তিনি আশা প্রকাশ করে বলেন, শীগ্রই সমস্ত কিছু স্বাভাবিক হবে।