BRAKING NEWS

হাইলাকান্দিতে খসড়া ভোটার তালিকা প্রকাশ 

হাইলাকান্দি (অসম) ২৯ অক্টোবর (হি.স.)  :  ২০২৫ সালের ১ জানুয়ারিকে ভিত্তি করে হাইলাকান্দি জেলার দুইটি বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকার বিশেষ সংক্ষিপ্ত সংশোধনীর জন্য মঙ্গলবার প্রকাশ করা হয়েছে।। জেলার রাজনৈতিক দলগুলির কর্মকর্তা দের সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে তালিকা প্রকাশ করা হয়। এডিসি অমিত পারবোসা এবং নির্বাচনী অফিসার কিষান চরাই ত্রিপুরা রাজনৈতিক দলগুলির কর্মকর্তা এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সামনে এই তালিকার বিবরণ তুলে ধরে বলেন, জেলার ১২১ নম্বর হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে এই খসড়ায় ২ লক্ষ ১৫ হাজার ২৭২ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ১ লক্ষ ১০ হাজার ৪৯ জন পুরুষ ১ লক্ষ ৫ হাজার ২২১জন মহিলা এবং ২ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। ২০২৪ সালে এই কেন্দ্রে ভোটার ছিলেন ২ লক্ষ১১ হাজার ৮৮৬ জন। জেলার অন্য ভোটকেন্দ্র ১২২ নম্বর আলগাপুর-কাটলিছড়ায় এবারের খসড়ায় রয়েছেন ২ লক্ষ ৬৪ হাজার ৭৮২ জন ভোটার। এরমধ্যে পুরুষ ২ লক্ষ ৪৯ হাজার ৩৫৬ এবং মহিলা ২ লক্ষ ৩০ হাজার ৫৯৬ জন।  রেশনেলাইজেশনের পরে হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে ভোট কেন্দ্র হয়েছে ২৮২ টি এবং আলগাপুর কাটলিছড়া কেন্দ্রে হয়েছে ৩৩০ টি। রেশনেলাইজশনের  আগে হাইলাকান্দিতে ভোটকেন্দ্রে ছিল ২৭৯ এবং আলগাপুর কাটলিছড়া কেন্দ্রে ছিল ৩২৩ টি। প্রকাশিত খসড়া তালিকায় জেলা সার্ভিস ভোটার রয়েছেন ৭৮২ জন। ফটো ছাড়া এই খসড়া তালিকা ওয়েবসাইট  https://hailakandi.assam.gov.in-এ দেখা যাবে। এই তালিকা সম্পর্কে দাবি ও আপত্তি আগামী ২৮ নভেম্বর পর্যন্ত দাখিল করা যাবে। ২৪ ডিসেম্বরের মধ্যে দাবি আপত্তি নিষ্পত্তি করা হবে এবং আগামী বছরের ৬ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এই তালিকায় দাবি ও আপত্তি ইত্যাদি সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য নির্বাচন কমিশনের নির্দেশে সচেতনতা অভিযান চালানো হবে আগামী নভেম্বর মাসের ৯,১০,১৬ ও ১৭ তারিখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *