কলকাতা, ২৯ অক্টোবর (হি.স.): সরকারি হাসপাতালের চিকিৎসক বেসরকারি হাসপাতালে প্র্যাকটিস করলেও সংশ্লিষ্ট চিকিৎসককে সরকারি বিধিনিয়ম মেনে ‘নন মেডিক্যাল ভাতা’ (আলাউন্স) নিতে হয়। সেই নিয়ম আরও কঠিন করল রাজ্যের স্বাস্থ্য দফতর।
এবার বেসরকারি হাসপাতালে সংশ্লিষ্ট চিকিৎসক যদি স্বাস্থ্যসাথীর রোগীর চিকিৎসা অথবা অস্ত্রোপচার করেন তবে স্বাস্থ্যভবনের আগাম অনুমোদন নিতেই হবে। মঙ্গলবার স্বাস্থ্যভবন সূত্রে এ খবর জানা গিয়েছে।
স্বাস্থ্যসাথীর অভ্যন্তরীন আয়-ব্যয়ের খতিয়ান বলছে, এমন কিছু চিকিৎসক স্বাস্থ্যসাথী কার্ড ব্যবহার করছেন যে স্বাস্থ্যভবন চিকিৎসা বাবদ অর্থ ছাড়তে পারছে না। স্বাস্থ্যসাথী প্রকল্প শুরু হওয়ার সময়েই বিষয়টি বেসরকারি হাসপাতালগুলিকে জানিয়ে দিয়েছিল। কিন্তু নিয়ম থাকলেও অনেকক্ষেত্রেই মুষ্টিমেয় বেসরকারি হাসপাতাল এবং ব্যাপক সংখ্যায় নার্সিংহোম এই নিয়মের তোয়াক্কা না করেই স্বাস্থ্যসাথী প্রকল্পের ব্যবহার করছে।
স্বাস্থ্যভবনের তথ্য অনুযায়ী, কোন বেসরকারি হাসপাতাল স্বাস্থ্যসাথী কার্ডে পরিষেবা দেয়, এই তালিকা যেমন স্বাস্থ্যভবনের কম্পিউটারে নথিভুক্ত আছে, তেমনই কোন সরকারি মেডিক্যাল কলেজ বা হাসপাতালের চিকিৎসক স্বাস্থ্যসাথীর কার্ডে চিকিৎসা করেন সেই তালিকাও স্বাস্থ্যভবনের নখের ডগায়। কিন্তু সব সরকারি চিকিৎসক স্বাস্থ্যসাথীর চিকিৎসা করতে পারেন না।
স্বাস্থ্যভবনের এক কর্তার কথায়, ” নিয়ম অনেক আগেই ছিল। কিন্তু সেই নিয়ম কিছু ক্ষেত্রে মানা হচ্ছে না। তাই বেসরকারি ও সরকারি হাসপাতালগুলিকে বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।”