গোসাবা, ২৯ অক্টোবর (হি.স.) : ঘূর্ণিঝড় দানায় সুন্দরবনের গোসাবা ব্লকে কী ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে একটি প্রশাসনিক বৈঠক করতে মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ গোসাবায় আসেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। এছাড়াও ছিলেন জয়নগর লোকসভার সাংসদ প্রতিমা মন্ডল, জেলা পরিষদের সভাপতি নীলিমা মিস্ত্রি বিশাল, গোসাবার বিধায়ক সুব্রত মন্ডল সহ অন্যান্য আধিকারিকরা। কিন্তু বিডিও অফিসের সামনে মন্ত্রী পৌঁছতেই সেখানে মন্ত্রী–সহ বাকিদের ঘিরে বিক্ষোভ দেখান এলাকার সাধারণ মানুষ।
বিক্ষোভকারীদের ক্ষোভ বিধায়ক সুব্রত মন্ডলের বিরুদ্ধে। অভিযোগ গোসাবায় গত বিধানসভা উপনির্বাচনে বিধায়ক ভোটে জেতার জন্য এলাকার মানুষের কাছ থেকে প্রচুর টাকা তুলেছিলেন। কিন্তু কয়েক বছর কেটে গেলেও সেই টাকা বিধায়ক ফেরত দেননি। এলাকার কাজ ও তৃণমূল কর্মীদের না দিয়ে বেছে বেছে বিজেপি কর্মীদের দেওয়া হচ্ছে। আর সেই কারণেই এই মানুষজন বিক্ষোভ দেখান বিধায়কের বিরুদ্ধে। বিক্ষোভের প্রতিবাদ করেন মন্ত্রী নিজেই। মন্ত্রীর সামনেই হাতাহাতি বেঁধে যায় বিধায়ক অনুগামীর সাথে অপর গোষ্ঠীর। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরে গোসাবা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়।