BRAKING NEWS

বর্তমানে ফার্মা সেক্টর বড় থেকে বৃহৎ প্রকল্প নিয়ে আসছে : জে পি নাড্ডা 

নয়াদিল্লি, ২৯ অক্টোবর (হি.স.): বর্তমানে দেশের ফার্মা সেক্টর বড় থেকে বৃহৎ প্রকল্প নিয়ে আসছে। দাবি করলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। তিনি বলেছেন, বাল্ক ওষুধের সঙ্গে সম্পর্কিত স্কিমগুলিকে শক্তিশালী করা থেকে শুরু করে মেডিকেল ডিভাইস উৎপাদনের বিকাশ নিশ্চিত করা পর্যন্ত, ভারত প্রতিটি ক্ষেত্রেই বড় অগ্রগতি করছে। নবম আয়ুর্বেদ দিবস ও ধন্বন্তরি জয়ন্তী উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার ১২ হাজার ৮৫০ কোটি টাকা মূল্যের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন প্রকল্প ও পরিষেবার উদ্বোধন এবং শিলান্যাস করেছেন।এই অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জে পি নাড্ডা বলেছেন, “আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দিনটিকে স্বাস্থ্য পরিষেবা এবং স্বাস্থ্য পরিকাঠামোকে উৎসর্গ করেছেন। আমি বিশ্বাস করি, এটি একটি শুভ দিন, প্রাসঙ্গিক এবং ঐতিহাসিক।” নাড্ডা আরও বলেছেন, “আজ আমরা প্রধানমন্ত্রী মোদীজির দূরদর্শী নেতৃত্বে ইউ-উইন চালু করছি। এই উদ্ভাবনী প্ল্যাটফর্মটি ডিজিটালভাবে আমাদের টিকাকরণ প্রচেষ্টাকে শক্তিশালী করবে, প্রতিটি শিশু এবং মায়ের একটি ব্যাপক ট্র্যাক রেকর্ড বজায় রাখবে। এই বৈপ্লবিক পদক্ষেপ আমাদের তৃণমূল স্তরে টিকা প্রদান করতে সক্ষম করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *