আগরতলা, ২৯ অক্টোবর : আজ সকালে মুখ্যমন্ত্রীর নিজ কেন্দ্র অর্থাৎ বরদোয়ালির ১৬ নং ওয়ার্ড অন্তর্গত রামনগর তিন নম্বরে সদস্যতা অভিযানে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। কেন্দ্রে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।
আজ আগরতলা পুর নিগমের ১৬ নং ওয়ার্ডে সদস্যতা অভিযানি অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা জনগণের সাথে কথা বলেন। তিনি সকলকে সম্বোধন করে বলেন, বিজেপি পার্টির মাধ্যমে সামাজিক ও আধ্যাত্মিক তথা সকল প্রকার উন্নয়ন হচ্ছে। যে যেই কাজই করুক কিংবা যেখানে থাকুক, বিজেপির সদস্যতা গ্রহণ করা মানেই হল নিজেকে ভারতের সার্বভৌম তথা অখণ্ড পরিবারের সাথে যুক্ত করা। পাশাপাশি তিনি সদস্যতা গ্রহণকারী সকলকে বিজেপির পক্ষ থেকে স্বাগত জানান।