আসানসোল, ২৯ অক্টোবর (হি.স.): আসানসোল হাইওয়েতে দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবোঝাই বাস। সোমবার রাতে ১৯ নম্বর জাতীয় সড়কের জামুড়িয়ার নিঘা মোড় সংলগ্ন অংশের ওভার ব্রিজে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। দুর্ঘটনায় মাত্র দু’জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন চালকও। দুর্ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি ঘটনাস্থলে আসে জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ির পুলিশ। যাত্রীদের উদ্ধার করার পাশাপাশি আহতদের হাসপাতালেও পাঠানো হয়।জানা গিয়েছে, বাসটি কলকাতার থেকে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে বিহারের মুজাফ্ফরপুর যাচ্ছিল। বাসে ছিলেন কমপক্ষে ৬০ জন যাত্রী। নিঘা মোড় সংলগ্ন অংশে এসে কোনও কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উঠে যায় ডিভাইডারে। প্রবল ঝাঁকুনিতে বাসের মধ্যে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। পুলিশ এসে বাসের যাত্রীদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করে। দূরপাল্লার বাস হওয়ায় যাত্রীদের প্রায় সকলেরই গন্তব্য ছিল দূরবর্তী এলাকা।