প্যারিস, ২৯ অক্টোবর (হি.স.): গতকাল রাতে ফ্রান্স ফুটবল-এর আয়োজিত ব্যালন ডি’অর অনুষ্ঠানে এই বছর ছেলেদের বর্ষসেরা ক্লাব নির্বাচিত হয়েছে রিয়াল মাদ্রিদ। গত মরসুমে লা লিগার পাশাপাশি রেকর্ড ১৫-তম উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা, সুপার কাপ শিরোপা উঠেছিল লস ব্লাঙ্কোসদের হাতে। তবে ব্যালন ডি’অর বয়কট করায় তারা সেরার পুরস্কার নিতে আসেননি কেউই।আর মেয়েদের ফুটবলে বর্ষসেরা ক্লাব নির্বাচিত হয়েছে রিয়ালের চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। গত বছর পুরস্কারটি প্রবর্তনের পর থেকে টানা দ্বিতীয়বার এ পুরস্কার জিতল বার্সেলোনা। এ ছাড়া গত মরসুমে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জিতেছে দলটি।