আগরতলা, ২৯ অক্টোবর : ত্রিপুরায় অনুপ্রবেশ রুখতে সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করতে হবে। কেন্দ্রের কাছে প্রতিনিয়ত সেই আর্তনাদ করছেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, অনুপ্রবেশ ঠেকাতে ত্রিপুরায় ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। তবুও, প্রতিনিয়ত অনুপ্রবেশ ঘটছে, উদ্বেগের সুরে বলেন তিনি।
প্রসঙ্গত, ত্রিপুরায় অনুপ্রবেশ জ্বলন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রায়ই আরক্ষা কর্মীদের জালে বাংলাদেশী এবং রোহিঙ্গা ধরা পড়ছে। সীমান্ত ডিঙিয়ে তাঁদের অনুপ্রবেশ ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তাকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করেছে। শুধু তাই নয়, ত্রিপুরায় শান্তি-সম্প্রীতিকে হুমকির মধ্যে ফেলে দিচ্ছে।
এদিন মুখ্যমন্ত্রী অনুপ্রবেশ নিয়ে কড়া বার্তা দিয়েছেন। তাঁর সাফ কথা, ত্রিপুরায় অনুপ্রবেশ কোনভাবেই বরদাস্ত করা হবে না। ওই অনুপ্রবেশ রুখতে কিছু সমস্যা দেখা দিয়েছে। এ-বিষয়ে প্রতিনিয়ত কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। সাথে তিনি যোগ করেন, ত্রিপুরায় উন্মুক্ত সীমান্তে কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েনে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। এ-রাজ্যে বাংলাদেশীদের অবৈধভাবে প্রবেশ আটকাতেই হবে।
তাঁর বক্তব্য, সীমান্তে বিএসএফ নিরাপত্তার দায়িত্বে রয়েছে। অনুপ্রবেশ ঠেকাতে রাজ্যের অভ্যন্তরে ত্রিপুরা স্টেট রাইফেলস এবং ত্রিপুরা পুলিশও নিরলস পরিশ্রম করে চলেছে। তাই, সীমান্ত নিরাপত্তা আরও জোরদার করার জন্য কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা চলছে, দাবি করেন তিনি।