হুগলি, ২৯ অক্টোবর (হি.স.): মঙ্গলবার ডানকুনি এলাকার পুকুর থেকে উদ্ধার মরদেহ। মিলেছে তার বাইকও। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল দেখা দিয়েছে এলাকায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। দুর্ঘটনা না হত্যা, কীভাবে মৃত্যু— তা জানার চেষ্টায় শুরু হয়েছে তদন্ত।
পুলিশ সূত্রে খবর, যুবকের নাম দীপক সিং। এদিন সকালে ডানকুনির কিছু বাসিন্দা দেখতে পান ডানকুনির খরিয়ালের পুকুরে কিছু একটা ভাসছে। পরে সাফাই কর্মীরা এসে জঙ্গল পরিষ্কার করার সময় পুকুরে চাকা দেখতে পান। তড়িঘড়ি খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে পুকুর থেকে একটি বাইক ও এক যুবকের দেহ উদ্ধার করে। পাশ থেকে মেলে একটি ব্যাগ। তড়িঘড়ি দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।
প্রাথমিক তদন্তে অনুমান, তাঁর বাড়ি বালিতে। রাতে খড়িয়ালের রাস্তা ধরে ডানকুনির দিকে যাওয়ার সময় কোনও কারণে বাইক-সহ পুকুরে পড়ে গিয়ে এই ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।