নয়াদিল্লি, ২৯ অক্টোবর (হি.স.): মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের জন্য আরও একটি প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। মঙ্গলবার প্রকাশিত প্রার্থী তালিকায় মত দু’জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। মহারাষ্ট্রের উমরেদ এবং মীরা ভায়ান্ডার বিধানসভা আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে এদিন। উমরেদ বিধানসভা আসনে লড়বেন বিজেপি প্রার্থী সুধীর লক্ষ্মণরাও পারবে এবং মীরা ভায়ান্ডার কেন্দ্রে বিজেপির টিকিটে লড়বেন নরেন্দ্র লালচন্দজি মেহতা। উল্লেখ্য, মহারাষ্ট্রের এক দফায় বিধানসভা নির্বাচন হবে আগামী ২০ নভেম্বর, ফল ঘোষণা ওই মাসের ২৩ তারিখ।