আগরতলা, ২৯ অক্টোবর: কিস্তি আনতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে বন্ধন ব্যাঙ্কের এক কর্মীর। তাঁর মৃত্যুতে কাঁকড়াবন পালাটানায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার বিবরণে মৃতের স্ত্রী জানিয়েছেন, আজ সকালে খাওয়া দাওয়া সেরে কাজে গিয়েছিলেন শুভঙ্কর বিশ্বাস। তিনি জিরানিয়া বন্ধন ব্যাঙ্কে কর্মরত ছিলেন। ব্যাঙ্কে গিয়ে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। সাথে সাথে ব্যাঙ্কের কর্মীরা তাকে উদ্ধার করে জিরানিয়া হাসপাতালে নিয়ে গিয়েছেন। সেখানকার চিকিৎসকরা তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন। কিন্তু জিবি হাসপাতালে নেওয়া পর তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।