করিমগঞ্জ (অসম) ২৯ অক্টোবর (হি.স.) : করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট বেআইনি অনলাইন ও অফলাইন লটারির উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। মহামান্য উচ্চ ন্যায়ালয়ের আদেশে এবং রাজ্যের গৃহ ও রাজনৈতিক বিভাগের নির্দেশের পরিপ্রেক্ষিতে করিমগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারায় মঙ্গলবার করিমগঞ্জে জারি করা এক আদেশে সমগ্র করিমগঞ্জ জেলায় কোন ব্যক্তি বা সংস্থার দ্বারা যেকোন ধরনের অফলাইন অথবা অনলাইন লটারির উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। এই আদেশ তাৎক্ষণিকভাবে সমগ্র করিমগঞ্জ জেলায় বলবৎ হয়েছে এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকছে। আদেশ অমান্যকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী বিহিত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।