BRAKING NEWS

অবসর নিয়েই অস্ট্রেলিয়ার সহকারী হলেন কোচ ম্যাথু ওয়েড

সিডনি, ২৯ অক্টোবর (হি.স.) : মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করার পরেই অস্ট্রেলিয়ার উইকেটকিপার-ব্যাটসম্যান ম্যাথু ওয়েড অস্ট্রেলিয়া জাতীয় দলের সহকারী কোচ হিসাবে নিযুক্ত হলেন। নভেম্বরে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজ থেকেই  অস্ট্রেলিয়া দলের হয়ে কাজ করবেন তিনি।

পাকিস্তান সিরিজের টি-টোয়েন্টি দলের কোচের দায়িত্ব পেয়েছেন আন্দ্রো বোরোভেক। বোরোভেকের সহকারী হিসেবেই কাজ করবেন ওয়েড।

১৩ বছরের আন্তর্জাতিক ক্রিকেটের শেষ ম্যাচটি ওয়েড খেলেছেন গত জুনে, টি-টোয়েন্টি বিশ্বকাপে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *