নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৯ অক্টোবর: চাঁদার জুলুম বন্ধ করার জন্য মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ সত্ত্বেও বেপরোয়াভাবে চলছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি। মঙ্গলবার বিশালগড় থানাধীন কড়ুইমুড়া আমতলার বেশ কিছু স্থানীয় যুবক চাঁদার দাবিতে একটি পোলট্রি মুরগি বোঝাই গাড়ি আটক করে কালিপূজার জন্য চাঁদা দাবি করতে থাকে। ৩০০০ থেকে ৪০০০ টাকা দেওয়ার জন্য দাবি জানায় ওই যুবকরা, এমনই অভিযোগ গাড়ি চালকের।
তবে গাড়ির চালক এত টাকা দিতে রাজি না হলে তারা গাড়ি আটকে রেখে টাকা দাবি করতে থাকে। এদিকে চালক চাঁদা দিতে রাজি না হওয়ায় গাড়ি থেকে ১০০টি পোল্ট্রি মুরগির বাচ্চা নিয়ে যায়। তাতে গাড়ির মালিক থানায় অভিযোগ জানায়। যদিও পরবর্তীতে পুলিশ মুরগির বাচ্চাগুলো উদ্ধার করে গাড়ির মালিকের হাতে সমঝে দেয়। তবে প্রশাসনিক নির্দেশনাকে অমান্য করে চাঁদার জুলুমবাজিতে লিপ্ত অতি উৎসাহী পূজা উদ্যোক্তাদের বিরূদ্ধে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করুক, দাবি গাড়ি চালকদের।