কলকাতা, ২৯ অক্টোবর (হি.স.): পশ্চিমবঙ্গের ৬টি আসনে উপ নির্বাচনে আগামী ১৩ নভেম্বর একদফায় ভোটগ্রহণ হবে। রাজ্য নির্বাচন আধিকারিকের দফতরের তরফ জানানো হয়েছে, উপ নির্বাচনে পাঁচটি জেলাতে ৬টি কেন্দ্রে একাধিক মনোনয়ন পত্র জমা পড়েছে। এর মধ্যেই উল্লেখযোগ্য বিষয় হয়েছে, নির্ধারিত সময়ের আগেই যদিও তা জমা পড়েছে। তবে মনোনয়ন দাখিলের শেষ তিনদিন সর্বাধিক মনোনয়ন দাখিল করেছেন প্রার্থীরা। যথাক্রমে ২৩ অক্টোবর ২১ জন, ২৪ অক্টোবর ১৯ জন ও ২৫ অক্টোবর ১৭ জন দাখিল করেন মনোনয়ন পত্র।এর আগে নৈহাটিতে ২১ তারিখ চারটি ও হাড়োয়াতে একটি নিয়ে মাত্র পাঁচটি মনোনয়ন জমা পড়েছে ওই দুই কেন্দ্রে। যদিও ১৮ তারিখ থেকে ওই মনোনয়ন পত্র দাখিলের জন্য এক সপ্তাহের সময়সীমা ঘোষণা করে কমিশন। ২৫ তারিখ দাখিল পর্ব শেষে ২৮ অক্টোবর ছিল ক্রুটিনি পর্ব। আগামীকাল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এ পর্যন্ত মোট ৬২টি মনোনয়ন পত্র দাখিলের হিসেব তুলে ধরা হয়েছে। বিধি না মেনে বা পদ্ধতি না জেনে তা দাখিল করার জন্য ১৯টি বাতিল হয়েছে, বৈধ মনোনয়ন পত্রের সংখ্যা হল – ৪৩টি।