BRAKING NEWS

ফের উত্তপ্ত টলিপাড়া, ফেডারেশন সভাপতির বিরুদ্ধে ২৩ কোটির মানহানির মামলা

কলকাতা, ২৯ অক্টোবর (হি.স.): পরিস্থিতি মসৃণ হওয়ার আগেই ফের উত্তপ্ত টলিপাড়া। সোমবার রাতে ২৩৩ জন পরিচালক ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ানস অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ২৩ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছেন।

সম্প্রতি টলিউডে যখন একের পর এক যৌন হেনস্থার অভিযোগ সামনে আসছিল তখন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস বলেছিলেন, “বাংলা বিনোদন দুনিয়ায় যৌন হেনস্থাকারীদের ৬০ শতাংশ ছবির পরিচালক।” সেই সময়েই ডিরেক্টরস গিল্ডের সঙ্গে অন্তর্ভুক্ত পরিচালকেরা তাঁর এই বক্তব্যের বিরোধিতা করেন।

গত ১৬ সেপ্টেম্বর ৭২ ঘন্টার সময় ধার্য করে বক্তব্য প্রত্যাহার এবং দুঃখপ্রকাশের নোটিস দেন পরিচালকরা। মানহানি মামলা দায়ের করার কথাও বলেন। শেষ অবধি সেই সিদ্ধান্তেই অনড় রইলেন তাঁরা। মামলা দায়ের করে ফেললেন ২৩ কোটি টাকার।

ডিরেক্টরস গিল্ডের সভাপতি সুব্রত সেন জানিয়েছেন, “সংগঠন তো এই মামলা করতে পারে না। পরিচালকেরা এক জোট হয়ে ব্যক্তিগত স্তর থেকে মামলা দায়ের করেছিল আগেই। সোমবার রাতে সেই কাগজ হাতে পান মামলা দায়েরকারীরা।”

মামলা দায়ের হয়েছে আলিপুর নিম্ন আদালতে। এই ব্যাপারে স্বরূপ বিশ্বাস বলেন, “আইনের জবাব আইনেই দেব। এখনও নোটিস হাতে আসেনি।”

ফেডারেশন সভাপতি বলেন, “আপনাদের কাছ থেকেই খবরটা জানতে পারছি। যাঁরা কলাকুশলীদের সংহতিকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন, ফেডারেশনের ন্যায্য দাবিকে চেপে দেওয়ার চেষ্টা করছেন তাঁদের সকলের বিরুদ্ধে কলাকুশলীরা নিজেদের সর্বশেষটুকু দিয়ে লড়াই করবেন।”

দীপাবলির আগে নতুন করে টলিউডের অন্দরে শুরু হওয়া এই আইনি লড়াইয়ের জল কতদূর গড়ায়, নজর এখন সেইদিকেই ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *