BRAKING NEWS

ভারত মাতা সরোবরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, সুবিধা হবে কৃষকদের 

আমরেলি, ২৮ অক্টোবর (হি.স.): গুজরাটের আমরেলিতে ভারত মাতা সরোবরের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার দুপুরে আমরেলির দুধালায় ভারত মাতা সরোবরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী মোদী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুজরাটের রাজ্যপাল আচার্য দেবব্রত ও মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল-সহ অন্যান্যরা।এই প্রকল্পটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলের অধীনে গুজরাট সরকার এবং ঢোলাকিয়া ফাউন্ডেশনের মধ্যে সহযোগিতার মাধ্যমে তৈরি করা হয়েছে। ধোলাকিয়া ফাউন্ডেশন একটি চেক ড্যাম উন্নত করেছে, যা মূলত, বাঁধটি ৪.৫ কোটি লিটার জল ধারণ করতে পারে তবে এটি গভীর, প্রশস্তকরণ এবং শক্তিশালী করার পরে, ধারণক্ষমতা ২৪.৫ কোটি লিটারে উন্নীত হয়েছে। এই সরোবর উদ্বোধনের ফলে কৃষকদের সেচের কাজে বিশেষ সুবিধা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *