কলকাতা, ২৭ অক্টোবর (হি. স.) : দুর্গাপুজোর পর শ্যামাপুজোতেও উদ্যোক্তাদের দাবি মত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার ফের কালীপুজোর মন্ডপে। সশরীরে উপস্থিতির জন্য ইতিমধ্যেই কড়া নজরদারি। তাঁর হাতেই তিনটি কালীপুজোর উদ্বোধন হচ্ছে। প্রথমটি হল গিরীশ পার্ক ফাইভ স্টার ক্লাবের শ্যামা প্রতিমা, উত্তর কলকাতায়। এরপর মধ্য কলকাতার, জানবাজারে মন্ডপে। বরাবরই ওই পুজোর সূচনা হয়ে থাকে। বিধায়ক স্বর্ণকমল সাহা এর প্রধান পৃষ্ঠপোষক। পরবর্তীতে শেক্সপিয়ার সরণিতে যাবেন তিনি। তারপর জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে। এর মূল উদ্দেশ্য – প্রতিমা ও মন্ডপ এবং আলোকসজ্জা পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। উল্লেখ্য, আগামী ৩১ অক্টোবর কালীপুজো। শহর কলকাতা ও জেলা মিলিয়ে প্রায় ১২০০ টি কালীপুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।