BRAKING NEWS

সপ্তাহব্যাপী বাজিবাজার শহীর মিনারে, পরিবেশ বান্ধব সবুজ বাজি’তে গুরুত্ব 

কলকাতা, ২৬ অক্টোবর (হি. স.) : সবেমাত্র রোদ ঝলমলে আকাশ। নতুন করে উৎসাহ ও উদ্দীপনা বাজি প্রস্তুত কারক সংস্থা থেকে ব্যবসায়ীদের মধ্যেই। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্তদের মনেও খুশির ছোঁয়া। ঘূর্ণিঝড়ের পরিপ্রেক্ষিতেই নিম্নচাপ বঙ্গোপসাগর থেকে ওড়িশা অভিমুখে পুরোপুরি সরে যেতেই ঝকঝকে রোদ্দুর। আর তা মিলতেই শহীদ মিনার প্রাঙ্গণে শনিবার থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বাজিবাজার। যদিও দুপুর পর্যন্ত সমস্ত স্টল সাজিয়ে তোলার কাজ সম্ভব হয় নি। সুতরাং এর ফলে নিরাপদ দূরত্ব বজায় রাখতে আতসবাজিও মজুত করা ও সেখানে নানা ধরনের বাজি রাখা নিয়েই স্টল মালিক থেকে শুরু করে ব্যবসায়ীদের মধ্যেই চলছে পারস্পরিক সমন্বয় রক্ষার কাজ। আগামী নভেম্বর মাসের প্রথম দিন পর্যন্ত চলবে বাজিবাজার। তবে, পরিবেশ বান্ধব সবুজ বাজি কে এবছর অগ্রাধিকার। কলকাতা পুলিশের উদ্যোগে এই সপ্তাহব্যাপী বাজিবাজার এর আয়োজক বড়বাজার ফায়ার ওয়ার্কস ডিলার আ্যসোসিয়েশন। উল্লেখ্য, দেশের শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, রাত আটটা থেকে দশটা পর্যন্ত বাজি পোড়ানোর জন্য সময় সীমা ধার্য করা হয়েছে এবং তা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *