BRAKING NEWS

তামাকজাত পানমশলা ও গুটখা বিক্রি নয়, আগামী ৭ নভেম্বর রাজ্যে নিষেধাজ্ঞা লাগু

কলকাতা ২৬ অক্টোবর (হি. স.) : তামাকজাত পানমশলা ও গুটখা বিক্রির জন্য পশ্চিমবঙ্গ ফের নিষেধাজ্ঞা বলবৎ হচ্ছে। আগামী ৭ নভেম্বর থেকে তা লাগু করার কথা ঘোষণা করেছে এ রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতর। সংশ্লিষ্ট নির্দেশিকা ও জারি করা হয়েছে। উল্লেখ্য, তামাক দ্রব্যের ফের বৃদ্ধি করা হয়েছে নিষেধাজ্ঞা। রাজ্য সরকারের তরফেও এ নিয়ে তৎপরতা থাকলেও নাগরিকদের মধ্যেই সচেতনতার অভাব। সেই কারণে ফের একবার তামাকজাত পানমশলা ও গুটখা বিক্রির ক্ষেত্রে মেয়াদ বাড়ছে। এ নিয়ে রাজ্য জুড়ে আগেই তা বহাল ছিল এবং আরও এক বছর তা বাড়ছে। জনস্বাস্থ্যের লক্ষ্যেই এমন পদক্ষেপ। খাদ্য সুরক্ষা ও গুণমান বিধির বিক্রয় সংক্রান্ত আইন অনুযায়ী এই ব্যবস্থা। প্রসঙ্গত এর আগে ২০১৯ সালে শেষবারের মতো এই ধরনের তামাকজাত দ্রব্য বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা জারি করি হয় রাজ্য সচিবালয় নবান্নের তরফেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *