BRAKING NEWS

জয় রাইড যথারীতি, তবে বাকি রুটে ট্রাম তুলে দেওয়ার পক্ষপাতী মহানাগরিকও

কলকাতা, ২৬ অক্টোবর (হি. স.) কলকাতার ট্রাম নস্টালজিক। অথচ, রাস্তার যানজটের কারণে তা প্রায় উঠে যেতেই বসেছে। সে বিষয়ে আলোকপাত করলেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। শনিবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে এই প্রসঙ্গে আলোচনা হয়েছে। তৃণমূল কংগ্রেসের পুরপিতা বিশ্বরূপ দে এই সংক্রান্ত প্রশ্ন উত্থাপন করেন। এর পরিপ্রেক্ষিতে মেয়র জবাবী ভাষণে বলেন, পরিবহন দফতর ও কলকাতা ট্রামওয়েজ কর্পোরেশন যৌথভাবে এ নিয়ে তাদের বক্তব্য জানিয়েছে। এই বিষয়ে আদালতে মামলা চলছে। এই মুহূর্তে রয়েছে স্থগিতাদেশ। কাজেই এ নিয়ে অযথা বক্তব্য নয়। তবে – কলকাতার প্রাণকেন্দ্র এসপ্ল্যানেড থেকে খিদিরপুর পর্যন্ত ভায়া ভিক্টোরিয়া “জয় রাইড” যথারীতি বজায় থাকছে। কলকাতা ময়দান হল ফুসফুস। সেখানের মনোরম দৃশ্য পরিদর্শনে ট্রামের ভূমিকা অনস্বীকার্য। মেয়র ফিরহাদ হাকিম এ প্রসঙ্গে আরও জানান, ট্রাম সংলগ্ন রাস্তাগুলিতে বিশেষ করে দুচাকার গাড়ি সহ চালক এবং পথচারীদের দুর্ঘটনার শিকার হতে হয়। এ নিয়েও নাগরিকদের তরফে রয়েছে একাধিক অভিযোগ রয়েছে। উভয় বিষয় গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।এই শহরের বাদবাকি অংশ থেকে ট্রাম রুট তুলে দেওয়ার পক্ষপাতী তিনি ও। এতে রাস্তা সংস্কারের কাজে যেমন সুবিধা হবে তেমনি গতি আসবে সড়ক যোগাযোগে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *