BRAKING NEWS

‘পদ্মশ্রী’ রোহিনী গডবোলের মৃত্যুতে শোক অমিত শাহর

নয়াদিল্লি, ২৬ অক্টোবর (হি.স.): “তিনি মানবতার অগ্রগতি বাড়ানোর জন্য বিজ্ঞানের অগ্রগতিতে আত্মনিয়োগ করেছিলেন”। এই ভাষায় রোহিনী গডবোলের মৃত্যুতে শোক প্রকাশ করলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শনিবার এক্সবার্তায় অমিতবাবু লিখেছেন, “একজন প্রশংসিত বিজ্ঞানী এবং শিক্ষক পদ্মশ্রী রোহিনী গডবোলে জির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। বিজ্ঞানী হিসাবে তরুণ মনকে প্রশিক্ষণের জন্য নিবেদিত একটি অনুকরণীয় জীবন পরিচালনা করেছিলেন। তাঁর মৃত্যু জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। এই কঠিন সময়ে তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং ছাত্রদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল। ওম শান্তি।”

পদার্থবিদ রোহিনী গডবোলে বেঙ্গালুরুইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, সেন্টার ফর হাই এনার্জি ফিজিক্সের অধ্যাপক ছিলেন। তিনি ভারতের বিজ্ঞানের তিনটি একাডেমি এবং ডেভেলপিং ওয়ার্ল্ডের সায়েন্স অ্যাকাডেমি-এর নির্বাচিত ফেলো ছিলেন। শুক্রবার ৭২ বছর বয়সে তিনি প্রয়াত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *