BRAKING NEWS

মৃত্যু-শূন্য লক্ষ্য অর্জন করেছে ওডিশা সরকার, দাবি মুখ্যমন্ত্রী মাঝির

ভুবনেশ্বর, ২৫ অক্টোবর (হি.স.): ঘূর্ণিঝড়ে মৃত্যু-শূন্য নিশ্চিত করা লক্ষ্য ছিল, আর পূরণ হয়েছে। দাবি করলেন ওডিশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। শুক্রবার সকালে মুখ্যমন্ত্রী মাঝি বলেছেন, “ঘূর্ণিঝড় ‘দানা’ ২৪ এবং ২৫ অক্টোবরের মধ্যবর্তী রাতে ভিতরকণিকা এবং ধামরা উপকূলের মধ্যে স্থলভাগে আছড়ে পড়ে। এই প্রক্রিয়া শুক্রবার সকাল সাতটা পর্যন্ত অব্যাহত থাকে, প্রশাসনের সতর্কতা ও প্রস্তুতির কারণে কোনও দুর্ঘটনা ঘটেনি। সরকারের মৃত্যু-শূন্য লক্ষ্য অর্জন করা হয়েছে, প্রায় ৬ হাজার গর্ভবতী মহিলাকে স্বাস্থ্য কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে।”উল্লেখ্য, বৃহস্পতিবার রাত ১১.১২ মিনিটে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয়। ভিতরকণিকা এবং ধামারার মধ্যবর্তী হাবালিখাটি নেচার ক্যাম্পের কাছ থেকে স্থলভাগ অতিক্রম করে ঘূর্ণিঝড়ের শেষ অংশ। প্রবল বেগে ঝড় বইতে থাকে। ঝড়ের দাপটে ওডিশার ভদ্রকের ধামারায় রাস্তার ওপর অনেক গাছ ভেঙে পড়ে। রাত দেড়টা নাগাদ ওডিশার ভিতরকণিকা থেকে ধামারার মধ্যবর্তী স্থানে স্থলভাগ অতিক্রম করে ঘূর্ণিঝড়ের সামনের অংশ। এই সময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার। সর্বোচ্চ গতি ছিল ১২০ কিলোমিটার। শুক্রবার সকাল পর্যন্ত এই ‘ল্যান্ডফল’ প্রক্রিয়া চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *