ব্যাটিং ব্যর্থতায় দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ভারত কোনঠাসা

পুণে, ২৫ অক্টোবর  (হি.স.) : দ্বিতীয় টেস্টে সিরিজ লেবেল করার   আশা নিয়ে নেমেছিল রোহিতরা।  কিন্তু সেই আশা আর   পূরণ হবে এমনটা মনে করা   যাচ্ছে না। শুক্রবার    নিউজিল্যান্ডের   প্রথম ইনিংসে ২৫৯ রানের   জবাবে ভারত  করলো মাত্র ১৫৬ রান। ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড  ইতিমধ্যে করেছে পাঁচ উইকেটে ১৯৮ রান। লাথামরা   লিড পেয়ে গেছে ৩০১ রানের।সুতরাং দ্বিতীয় টেস্টের   দ্বিতীয় দিনেই কোণঠাসা ভারত। এর   ফলে দ্বিতীয় দিনের শেষেই জয়ের   গন্ধ পাচ্ছে নিউজিল্যান্ড শিবির।

 বৃহস্পতিবার   ওয়াশিংটন সুন্দরের   ৭ উইকেটের   বদলা শুক্রবার   নিলেন মাইকেল স্যান্টনার।  তিনিও ৭ উইকেট নিলেন ৫৩ রান দিয়ে। টেস্ট ক্রিকেটে এর   আগে কখনও  এক ইনিংসে ৭ উইকেট নিতে পারেনি  স্যান্টনার।  ভারতীয়দের   মধ্যে যশস্বী জয়সওয়াল করেছেন ৩০ রান, শুভমন করেছেন ৩০ রান, জাডেজা করেছেন ৩৮রান।