নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ অক্টোবর: কেন্দ্রীয় সড়ক পরিবহণ এবং জাতীয় সড়ক প্রতিমন্ত্রী অজয় টামটা আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার সাথে সৌজন্যমূলক সাক্ষাতে মিলিত হন। আজ সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা কেন্দ্রীয় সড়ক পরিবহণ এবং জাতীয় সড়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী অজয় টামটাকে স্মারক উপহার এবং উত্তরীয় দিয়ে শুভেচ্ছা জানান।
উভয়ের মধ্যে রাজ্য সড়ক পরিবহণ যোগাযোগ ব্যবস্থার উন্নতিকরণ, জাতীয় সড়ক সম্প্রসারণ সহ রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। আলোচনাকালে প্রতিমন্ত্রী অজয় টামটা ত্রিপুরার উন্নয়নে কেন্দ্রীয় সরকারের উদার দৃষ্টিভঙ্গীর কথা তুলে ধরেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় রাজস্ব দপ্তরের সচিব ব্রিজেশ পান্ডে, পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্যে প্রমুখ উপস্থিত ছিলেন।