ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ত্রিপুরা দলের পরবর্তী খেলা ২৬ অক্টোবর। শক্তিশালী দল হিমাচল প্রদেশের বিরুদ্ধে। বিসিসিআই আয়োজিত মহিলা সিনিয়র টি-টোয়েন্টি ২০২৪-২৫ টুর্নামেন্টের খেলা। ডি গ্রুপের লিগ টুর্নামেন্ট হচ্ছে লখনৌতে। ২৬ অক্টোবর, শনিবার নিজেদের চতুর্থ ম্যাচে ত্রিপুরা দল হিমাচল প্রদেশের বিরুদ্ধে জয়ের লক্ষ্যে মাঠে নামবে। প্রথম ম্যাচে সিকিমকে ৭২ রানে হারিয়ে পরবর্তী পরপর তিনটি ম্যাচে যথাক্রমে রেলওয়েজ, কেরালা এবং চন্ডিগড় এর কাছে হেরে ত্রিপুরার অবস্থা যথেষ্ট সঙ্গীন। ২২ অক্টোবর, মঙ্গলবার ম্যাচের পর তিনদিন বিরতি কাটিয়ে শনিবারে পুনরায় মাঠে নামবে। স্বাভাবিক কারণে বিগত ম্যাচগুলির ভুল ত্রুটি শুধরে নেওয়ার অনেকটা সময় পেয়েছে রাজ্য দল। এদিকে আজ, বৃহস্পতিবার গ্রুপ লীগের অন্য খেলায় হরিয়ানা আট উইকেটের ব্যবধানে চন্ডিগড় কে পরাজিত করে টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছে। চন্ডিগড় প্রথমে ব্যাটিং এর সুযোগ পেয়ে সীমিত ২০ ওভারে ছয় উইকেটে ৮৬ রান সংগ্রহ করলে জবাবে হরিয়ানা ১৫.৫ ওভার খেলে দুই উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। অপর খেলায় কেরালা ১০ উইকেটে বিশাল জয় পেয়েছে সিকিমকে হারিয়ে। সিকিম প্রথমে ব্যাটিং এর সুযোগ পেয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ৭৩ রান সংগ্রহ করলে পাল্টা ব্যাট করতে নেমে কেরালা ৯.২ ওভার খেলে বিনা উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছায়। অপর খেলাটি হচ্ছে হিমাচল প্রদেশ বনাম রেলওয়েজের মধ্যে।