ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয়ে ফিরতে চাইছে ত্রিপুরা। প্রতিপক্ষ যদিও গুজরাট। গুজরাটও মুখিয়ে রয়েছে আগামীকালের অন্তিম ম্যাচে ত্রিপুরাকে অন্ততপক্ষে রুখে দিয়ে গ্রুপ রানার্সের খেতাব ছিনিয়ে নিতে। তৃতীয় তথা অন্তিম রাউন্ডের আগে ত্রিপুরা ও গুজরাট সম সংখ্যক ম্যাচ থেকে সমপরিমাণ পয়েন্ট অর্জন করলেও গোল ব্যবধানের নিরিখে গুজরাট অনেকটা এগিয়ে। স্বাভাবিক কারণে আগামীকালের ম্যাচে ত্রিপুরার সঙ্গে ড্র করলেই গুজরাটের ভাগ্যে জুটবে গ্রুপ রানার্সের স্বীকৃতি। মনে পর্বে খেলার ছাড়পত্র পেতে তার কোন ভূমিকা নেই, কেননা সিকিম পরপর দুই ম্যাচে জয়ী হয়ে গ্রুপ চ্যাম্পিয়নের দোরগোড়ায় পৌঁছে রয়েছে। অ্যাডভান্টেজ পজিশনেও রয়েছে। কেননা আগামীকাল সিকিম খেলবে দুর্বলতর প্রতিপক্ষ চন্ডিগড় এর বিরুদ্ধে। যে চন্ডিগড় পর পর দুই ম্যাচে হেরে গ্রুপে সবার পেছনে রয়েছে। আগামীকালের ম্যাচে সিকিম অন্ততপক্ষে ড্র করে এক পয়েন্ট পেলেই গ্রুপ চ্যাম্পিয়নের খেতাব পেয়ে যাবে। জাতীয় পর্যায়ে আটটি গ্রুপের প্রতিটি থেকে একটি করে দল মূল পর্বে অর্থাৎ কোয়ার্টার ফাইনালে খেলবে। উল্লেখ্য, ২৯ তম সিনিয়র মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ তথা রাজমাতা জিজাভাই ট্রফি ফুটবলের জি গ্রুপের খেলা আগরতলার উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। রবিবার সকাল সাড়ে নয়টায় প্রথম খেলায় সিকিম ৪-১ গোলে গুজরাটকে এবং বেলা দুইটাই দ্বিতীয় খেলায় স্বাগতিক ত্রিপুরা ৫-০ গোলের চন্ডিগড় কে পরাজিত করেছিল। মঙ্গলবার দ্বিতীয় রাউন্ডের খেলায় সকাল সাড়ে নয়টায় গুজরাট ১৫-০ গোলের বিশাল ব্যবধানে চন্ডিগড় কে এবং সিকিম ৬-০ গোলের ব্যবধানে ত্রিপুরা কে পরাজিত করেছে। দিনের খেলা: সকাল সাড়ে নয়টায় সিকিম খেলবে চন্ডিগড়ের বিরুদ্ধে। বেলা দুইটাই ত্রিপুরা ও গুজরাট পরস্পরের মুখোমুখি হবে।