নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ অক্টোবর: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ দানা’। এ প্রভাবে রাজ্যে ২৩, ২৪ এবং ২৫ অক্টোবর হলুদ সর্তকতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী ২৩ তারি অক্টোবর অর্থাৎ বুধবার থেকেই রাজ্যে
বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তিন দিনেই রাজ্য জুড়ে হলুদ সর্তকতা জারি করা হয়েছে।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধবার ২৩ অক্টোবর গোটা রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ জেলা জুড়ে হলুদ সর্তকতা জারি করা হয়েছে। দক্ষিণ জেলার বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে।
২৪ অক্টোবর বৃহস্পতিবার দক্ষিন জেলা, গোমতী ও সিপাহীজলা জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে বলেও খবর।
এদিকে ২৫ অক্টোবর শুক্রবারেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। থাকছে হলুদ সর্তকতা জারি। এদিনও দক্ষিন জেলা, গোমতী ও সিপাহীজলা জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।