ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রথম জয়ের স্বাদ পেয়েছে গুজরাট। জাতীয় মহিলা ফুটবলে গ্রুপ লীগের খেলায় গুজরাট আজ, মঙ্গলবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে চন্ডিগড় কে ১৫ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে। প্রথমার্ধে বিজয়ী দল ৮ গোলে এগিয়েছিল। প্রথম ম্যাচে গুজরাট শক্তিশালী সিকিমের বিরুদ্ধে ১-৪ গোলে পরাজিত হলেও দ্বিতীয় ম্যাচে চন্ডিগড় কে সোয়া ডজন গোলে হারিয়ে মুখ্যত গ্রুপ রানার্সের দাবিদার করে তুলেছে। প্রত্যাশা করছে আগামী ২৪ অক্টোবর গ্রুপ লীগের অন্তিম ম্যাচে স্বাগতিক ত্রিপুরার সঙ্গে অন্ততপক্ষ ড্র করে এক পয়েন্ট পেলেই গ্রুপ রানার্সের স্বীকৃতি ছিনিয়ে নেবে। এত দূর থেকে খেলতে এসে আয়োজক ত্রিপুরাকে নিজেদের ঘরের মাঠে হারিয়ে গ্রুপ রানার্সের খেতাবের মর্যাদা কম কিসে। স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজ, মঙ্গলবার ২৯ তম সিনিয়র মহিলা জাতীয় ফুটবল তথা রাজমাতা জিজাভাই ট্রফি ফুটবলের দ্বিতীয় দিনের প্রথম খেলায় গুজরাট ১৫ গোলের বিশাল ব্যবধানে চণ্ডীগড় কে পর্যুদস্ত করেছে। বিজয়ী দলের পক্ষে নাজবানূ শেখ, রুপা রাতভা-র জোড়া হ্যাটট্রিক উল্লেখযোগ্য। এছাড়া, ঝিল কুমারী দামুড়, মিসবাবানু সিন্ধি এবং খুশবু সরোজ প্রত্যেকে দুটি করে গোল করেন। এছাড়া, মায়া রাবাড়ি, নিশা ঠাকুর ও ভূমিষা দ্রাবিড় করেন একটি করে গোল। পক্ষান্তরে চন্ডিগড়ের মাঝমাঠ, রক্ষণভাগ এতটাই দুর্বল হয়ে পড়েছিল, গোল পরিশোধ দূর-অস্ত, গুজরাটের গোলমুখী আক্রমণ প্রতিরোধ করতেই তাদের গলদঘর্ম হতে হয়েছে। খেলায় অসদাচরণের দায়ে রেফারি বিজয়ী দলের স্ট্রাইকার মায়া রাবারীকে রেফারি হলুদ কার্ড দেখিয়ে একবার সতর্কও করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি মাহি টুডু।