BRAKING NEWS

৯টি বিভাগে ৩৮টি পুরস্কার, মঙ্গলবার জাতীয় জল সম্মান প্রদান করবেন রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মঙ্গলবার, ২২ অক্টোবর নতুন দিল্লিতে জাতীয় জল পুরষ্কার ২০২৩ প্রদান করবেন। কেন্দ্রীয় জল শক্তি মন্ত্রক ৯টি বিভাগে ইতিমধ্যেই মোট ৩৮টি পুরস্কার ঘোষণা করেছে। এই বিভাগগুলির মধ্যে রয়েছে সেরা রাজ্য, সেরা জেলা, সেরা গ্রাম পঞ্চায়েত, সেরা নগর পালিকা, সেরা জল ব্যবহারকারী সংগঠন এবং সেরা নাগরিক সমাজ।সেরা রাজ্য বিভাগে প্রথম হয়েছে ওডিশা।

উত্তর প্রদেশ দ্বিতীয় এবং গুজরাট ও পুদুচেরি যৌথভাবে তৃতীয় হয়েছে। ট্রফি এবং শংসাপত্র ছাড়াও প্রতি বিজেতা পাবে নগদ পুরস্কার। উল্লেখ্য, কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রক, সেরা রাজ্য, সেরা জেলা, সেরা গ্রাম পঞ্চায়েত, সেরা নগর পালিকা সংস্থা, সেরা জল ব্যবহারকারী সমিতি এবং সেরা নাগরিক সমাজ-সহ ৯টি বিভাগে ৩৮টি পুরস্কারের ঘোষণা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *