BRAKING NEWS

দেশের ক্রীড়া ক্ষেত্র বদলে যাচ্ছে : মনসুখ মান্ডভিয়া

তিরুবনন্তপুরম, ২০ অক্টোবর (হি.স.): দেশের ক্রীড়া ক্ষেত্র বদলে যাচ্ছে। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডভিয়া। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডভিয়া রবিবার কেরলের তিরুবনন্তপুরমে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার এলএনসিপিই (লক্ষ্মীবাই ন্যাশনাল কলেজ অফ ফিজিক্যাল এডুকেশন)-এ একটি ৩০০ শয্যার মেয়েদের হোস্টেলের উদ্বোধন করেছেন।

পরে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেছেন, “ক্রীড়া ক্ষেত্র পরিবর্তন হচ্ছে। সমস্ত স্কুলে ক্রীড়া প্রতিভা চিহ্নিত করা হচ্ছে এবং খেলো ইন্ডিয়ার অধীনে লালন-পালন করা হচ্ছে। দেশের সব জেলায় খেলো ইন্ডিয়া কেন্দ্র রয়েছে।”এদিনই তিরুবনন্তপুরমের কাউদিয়ারে একটি অনুষ্ঠানে আপগ্রেডেড স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া গলফ কোর্সের উদ্বোধন করেছেন মনসুখ মান্ডভিয়া। সেখানে তিনি বলেছেন, ক্রীড়া ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার ভারতকে বিশ্বের সেরা ১০ সেরা পারফরম্যান্সকারী দেশের মধ্যে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *