BRAKING NEWS

প্রথমবার ২০তম এশিয়ান মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের আয়োজন করবে ভারত

নয়াদিল্লি, ১৯ অক্টোবর (হি.স.) : চলতি বছরে   ১ থেকে ১০ ডিসেম্বর   ভারত নয়াদিল্লিতে এশিয়ান মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের ২০তম সংস্করণের আয়োজক হবে।

শনিবার স্বপ্নিল জৈন, পাবনা গ্রুপের   ব্যবস্থাপনা পরিচালক এবং ডাবলুএইচ এল-এর   এক সহ-প্রবর্তক জানিয়েছেন, এশিয়ান হ্যান্ডবল ফেডারেশন, দক্ষিণ এশিয়ান হ্যান্ডবল ফেডারেশন এবং যুব বিষয়ক ও ক্রীড়া   মন্ত্রকের সহায়তায় ভারত প্রথমবারের   মতো ইভেন্টটি আয়োজন করবে।

ভারতের   পাশাপাশি, প্রতিযোগিতায় মহাদেশীয় হেভিওয়েট, ইরান, দক্ষিণ কোরিয়া, চীন, জাপান, কাজাখস্তান, হংকং এবং সিঙ্গাপুর   অংশ নেবে। চ্যাম্পিয়নশিপটি ইন্দিরা   গান্ধী ইন্ডোর   স্টেডিয়ামে হবে, যেখানে প্রায় ২০০জন খেলোয়াড়   প্রতিদ্বন্দ্বিতা করবে। আর   এই প্রতিযোগিতায় জয়ীরা   জার্মানি ও নেদারল্যান্ডে ২০২৫ আইএইচএফ বিশ্ব মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের   জন্য যোগ্যতা অর্জনের সুযোগ পাবে।

চ্যাম্পিয়নশিপটি হওয়ার   কথা ছিল কাজাখস্তানের   আলমাটিতে। কিন্তু অপ্রত্যাশিত পরিস্থিতির   জন্য এটিকে স্থানান্তরিত করা   হয়েছে ভারতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *