আগরতলা, ১৯ অক্টোবর: বাদল ত্রিপুরা হত্যাকান্ডে ত্রিপুরা মানবাধিকার কমিশন একটি স্বতঃপ্রণোদিত অভিযোগ গ্রহণ করেছে এবং ডিজিপিকে তদন্ত করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি, ১৫ দিনের মধ্যে রিপোর্ট পেশ করার সময়সীমা বেঁধে দিয়েছে।
গতকাল ডিজিপিকে চিঠি দিয়ে জানিয়েছে, সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে বিষয়টি কমিশনের নজরে আসে। সাথে সাথে কমিশন ডিজিপি অবিলম্বে বিষয়টি তদন্ত করার এবং একটি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। ত্রিপুরা মানবাধিকার কমিশনের চেয়ারপার্সন বিচারপতি এস সি দাস এবং সদস্য বিকে রায় এবং ইউ. চৌধুরী শুক্রবার একটি চিঠিতে বলেছেন, বিস্তারিত তদন্ত এবং বিশদ প্রতিবেদনের আগামী ১৫ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে।
প্রসঙ্গত, পুলিশ লকআপে নির্মমভাবে অত্যাচারিত বাদল ত্রিপুরার মৃত্যু হয়েছিল। ওই হত্যাকান্ডে পাঁচ আরক্ষা কর্মীকে গ্রেফতার করা হয়েছিল। তাঁদের সাব্রুম মহকুমা আদালতে হাজির করা হয়েছিল। আদালত তাঁদেরকে তিন দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দিয়েছিল। এদিকে, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছিলেন।