ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। নরসিংগড়ের পুলিশ ট্রেনিং একাডেমী গ্রাউন্ড তৈরি। আগামী রবিবার থেকে কর্ণেল সি কে নাইডু ট্রফির ম্যাচ শুরু হচ্ছে। চার দিবসীয় খেলায় স্বাগতিক ত্রিপুরা, কর্নাটকের মুখোমুখি হবে। প্রথম রাউন্ডের খেলায় ত্রিপুরা দল ঔরাঙ্গাবাদে মহারাষ্ট্রের কাছে জেতা ম্যাচ হেরে ফিরে এসেছে। প্রথম ইনিংসে ১৭০ রানে লিড নেওয়া সত্বেও দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ব্যর্থতায় ২৫ রানে পরাজিত হয়ে পুরো পয়েন্ট হারাতে হয়েছে। কর্ণাটক তামিলনাড়ুর ম্যাচ ছিল হাবলিতে। বৃষ্টি এবং প্রতিকূল পরিস্থিতির কারণে ম্যাচ এতটাই বিঘ্ন ঘটেছে, দু-দলের এক ইনিংস করে খেলা সম্পন্ন হয়নি। পয়েন্টের হিসেবে এলিট গ্রুপ এ-তে ত্রিপুরা রয়েছে পঞ্চম শীর্ষে মোট ৬ পয়েন্ট পেয়ে। কর্ণাটকের অবস্থান ৭ম স্থানে মোট ৫ পয়েন্ট প্রাপ্তির সুবাদে। দু-দলের খেলোয়াড়রা হলো:
কর্ণাটক : ম্যাকনেইল, প্রকার চতুর্বেদী, বিশাল ওনাত, হর্শিল ধর্মানি, অনিশ্বর গৌতম, ধানুষ গৌরা, মানভানাথ কুমার, কার্তিক কৃষ্ণ, পারস গুরুবক্স আর্য, যশোবর্ধন পরানতাপ, শশী কুমার। ত্রিপুরা: সেন্টু সরকার (অধিনায়ক ও উইকেট কিপার), তন্ময় দাস, ঋতুরাজ ঘোষ রায়, আনন্দ ভৌমিক, অরিন্দম বর্মন (সহ অধিনায়ক), সপ্তজিৎ দাস, নবারুণ চক্রবর্তী, দুর্লভ রায়, সাহিল সুলতান, অমিত আলী, ইন্দ্রজিৎ দেবনাথ, অভিজিৎ দেববর্মা, দীপ্তনু চক্রবর্তী, দেবরাজ দে, সৌরভ কর।