BRAKING NEWS

কোনও দলের সঙ্গে শত্রুতা নেই, শুধু ব্যবস্থা ঠিক করতে চাই : অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ১৮ অক্টোবর (হি.স.): তাৎপর্যপূর্ণ মন্তব্য দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে কেজরিওয়াল বলেছেন, “দিল্লির পুরানো সরকারগুলি কোনও কাজ করেনি এবং তাই তাঁদের উপ-রাজ্যপালের সঙ্গে সংঘর্ষে জড়াতে হয়নি। সিসোদিয়াজি স্কুল তৈরি করেছিলেন এবং তাই তাঁকে জেলে যেতে হয়েছিল। আমরা যদি কিছু না করি, তবে আমাদেরও সংগ্রাম করতে হবে না। কোনও দলের সঙ্গে আমাদের কোনও শত্রুতা নেই, আমরা ব্যবস্থা ঠিক করতে চাই।”অরবিন্দ কেজরিওয়াল এদিন সাংবাদিক সম্মেলনে বিজেপিকে আক্রমণ করে বলেছেন, বিজেপির লোকজন দিল্লির জনসাধারণকে হয়রানি করতে কোনও খামতি রাখেনি। আমি দিল্লিবাসীর কষ্ট দেখতে পারি না, দিল্লির জনসাধারণ আমার পরিবার। এখন আমি জেল থেকে বেরিয়ে এসেছি এবং বিজেপির বন্ধ করে দেওয়া সমস্ত কাজ আমরা আবার শুরু করছি। এরই ধারাবাহিকতায় দিল্লি সরকার ‘মুখ্যমন্ত্রী জয় ভীম যোজনা’ পুনরায় চালু করছে। ‘মুখ্যমন্ত্রী জয় ভীম যোজনা’-এর অধীনে, দলিত, এসসি-এসটি, ওবিসি এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের শিশুদের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিনামূল্যে প্রস্তুতি দেওয়া হবে। এখন গরীবের সন্তানরাও উন্নতি করবে এবং দেশের উন্নয়নে অবদান রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *