BRAKING NEWS

রাজ্য  ক্রীড়া দপ্তরে চাকরির ইন্টারভিউতে নাম নেই হ্যান্ডবলের, প্রতিবাদে ডেপুটেশন খেলোয়াড়দের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর: রাজ্য  ক্রীড়া দপ্তরে চাকরির ইন্টারভিউতে নাম নেই  হ্যান্ডবলের। তাই শুক্রবার সেই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য হ্যান্ডবল প্লেয়ারদের পক্ষ থেকে ক্রীড়া অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করা হয়।

শুধু তাই নয় কিছুদিন আগে মুখ্যমন্ত্রী স্পোর্টস ডেভেলপমেন্ট এর পক্ষ থেকে চাকুরীর জন্য যে নোটিফিকেশন জারি করা হয়েছিল সেই নোটিফিকেশনে হ্যান্ডবলের নাম রাখা হয়নি। আর এই বিষয় নিয়ে একরকম ক্ষুব্ধ হয়ে উঠেছেন রাজ্যের হ্যান্ডবল খেলোয়াড়রা। রাজ্যের প্রতিটি জেলায় হ্যান্ডবল প্লেয়ার রয়েছে। এবং প্রতিটি মাঠে কোচিং দিচ্ছেন সিনিয়র প্লেয়াররা। এমনকি জাতীয় স্তরে সাব জুনিয়র, জুনিয়র এবং  সিনিয়র খেলোয়াররা ভালো পারফরম্যান্স করছেন।

শুধু তাই নয় রাজ্য থেকে রেফারিও যাচ্ছেন জাতীয় স্তরে। তা সত্ত্বেও ক্রীড়া দপ্তর এবং মুখ্যমন্ত্রীর স্পোর্টস ডেভেলপমেন্ট থেকে বের হওয়া চাকুরির বিজ্ঞপ্তিতে হ্যান্ডবলের নাম রাখা হয়নি। তাই এই বিষয় গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য শুক্রবার রাজ্যের হ্যান্ডবল প্লেয়ারদের পক্ষ থেকে ক্রীড়া অধিকর্তার কাছে ডেপুটেশন প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *