BRAKING NEWS

গৌরবময় ৪০ বছর, ঐতিহাসিক মাইলফলকের দোরগোড়ায় কলকাতার লাইফলাইন

কলকাতা, ১৮ অক্টোবর (হি.স.): চার দশক অতিক্রান্ত, ১৯৮৪ থেকে ২০২৪। দেশের জন্য গৌরবময় পরিষেবার ৪০ বছর উদযাপন। এই উপলক্ষে শুক্রবার মেট্রো রেল ভবনের ১০-তলায় কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন হয়। জেনারেল ম্যানেজারের পি উদয় কুমার রেড্ডি সাংবাদিক সম্মেলনে জানান, ভারতীয় পরিবহন ব্যবস্থায় এক ঐতিহাসিক মাইলফলক। এই উপলক্ষে শুক্রবার এক অনুষ্ঠানে নতুন লোগোর আবরণ উন্মোচন করা হয়েছে।

এসপ্ল্যানেড স্টেশনে হেরিটেজ রক্ষায়ও মিউজিয়াম গড়ে তোলা হবে। উল্লেখ্য, ১৯৮৪ সালের ২৪ অক্টোবর এসপ্ল্যানেড ও ভবানীপুরের মধ্যে (বর্তমানে নেতাজী ভবন) ৩.৪ কিমি পথে ভারতের প্রথম মেট্রো পরিষেবার সূচনা হয়। রোজকার দিনে সাত লাখ যাত্রী পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছে। এই মুহূর্তে কলকাতার জীবনরেখা। তিনি আরও বলেন, পুজোর দিন গুলোতে সর্বাধিক ৯.৬১ লাখ যাত্রী বহন করেছে কলকাতা মেট্রোয়। আগামীদিনে রাজারহাট ও নিউটাউন এই পরিষেবার সঙ্গে নতুন করে যুক্ত হবে। এদিনের অনুষ্ঠানে অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *