নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর: মাদক দ্রব্য সহ দুই বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিএসএফ। বৃহস্পতিবার গভীর রাতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, উত্তর জেলা ত্রিপুরার অন্তর্গত বিওপি রঙ্গনা এলাকায় একজন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়।ওই বাংলাদেশী নাগরিক সীমান্ত বেড়া দিয়ে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিল। আটককৃত ব্যক্তি বাংলাদেশের চট্টগ্রাম জেলার বাসিন্দা।
অন্য একটি অভিযানে, ত্রিপুরার সিপাহীজলা জেলায় বিওপি কইয়াডেপ্পা-এর বিএসএফ সৈন্যরা ০১ জন বাংলাদেশী নাগরিককে (মহিলা) আটক করে। ঐ বাংলাদেশি নাগরিকও সীমান্ত বেড়া দিয়ে অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিল। আটককৃত বাংলাদেশের নাগরিক বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার বাসিন্দা।
পৃথক অভিযানে সীমান্তে মোতায়েন বিএসএফ সৈন্যরা আন্তঃসীমান্ত চোরাচালানের প্রচেষ্টা ব্যর্থ করে বাংলাদেশি টাকা ১,৬২,৯০০/- এবং ভারতীয় ১১,১০ ৩০০ টাকা মূল্যের অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করে।