BRAKING NEWS

ওয়াকফ সংশোধনী বিল নিয়ে সংসদীয় কমিটির বৈঠক ফের ‘বয়কট’, বেরিয়ে এলেন বিরোধীরা

নয়াদিল্লি, ১৫ অক্টোবর (হি.স.): ওয়াকফ (সংশোধনী) বিল নিয়ে মঙ্গলবার বৈঠকে বসেছিল যৌথ সংসদীয় কমিটি (জেপিসি)। সেই বৈঠক থেকে বেরিয়ে গেলেন বিরোধী দলগুলির বেশ কয়েক জন সাংসদ। সেই তালিকায় রয়েছেন কংগ্রেসের গৌরব গগৈ, এআইএমআইএমের আসাদউদ্দিন ওয়েইসি, আম আদমি পার্টির সঞ্জয় সিং প্রমুখ। তাঁদের অভিযোগ, নীতি নিয়ম মেনে কাজ করছে না কমিটি। এর কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।ওয়াকফ সম্পত্তি দেখভালের জন্য ১৯৯৫ সালে ওয়াকফ আইন তৈরি হয়। যদিও পরবর্তী কালে এই আইনে ফাঁক রয়েছে বলে অভিযোগ ওঠে। তার পরেই এই আইন সংস্কারের দাবি ওঠে। ওয়াকফ (সংশোধনী) বিল ২০২৪-এ দু’টি প্রস্তাব রয়েছে। এক, ওয়াকফ বোর্ডে মহিলাদের সংযুক্তি, কোনও জমি খতিয়ে দেখার পরেই তা ওয়াকফের সম্পত্তি বলে ঘোষণা করতে হবে। কিন্তু, মঙ্গলবারও ওয়াকফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠক থেকে ওয়াক আউট করেন বিরোধী সাংসদরা। শোনা যাচ্ছে, বিজেপি সদস্যের অবমাননাকর মন্তব্যের অভিযোগে ওয়াকফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির বৈঠক থেকে ওয়াক আউট করেছেন বেশ কয়েকজন বিরোধী সাংসদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *