BRAKING NEWS

এনএলএফটি নাম ভাঙিয়ে অনৈতিকভাবে চাঁদা আদায় ও জোরজুলুম করলে তার দায় সংগঠনের নয় : বুসতং ত্রিপুরা

আগরতলা, ১৫ অক্টোবর: এএলএফটি নাম ভাঙিয়ে অনৈতিকভাবে চাঁদা আদায় ও জোরজুলুম করলে তার দায় সংগঠনের নয়। এরজন্য ব্যক্তিগতভাবে তারাই দায়ী থাকবেন। আজ আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে করে একথা জানিয়েছেন এলএলএফটি অরিজিনাল গ্রুপের সেক্রেটারি বুসতং ত্রিপুরা। 

এদিন সেক্রেটারি বুসতং ত্রিপুরা বলেন, ১৯৮৯ সালে এনএলএফটি জঙ্গি সংগঠন গড়ে উঠে। কিন্তু ২০০০ সালে সংগঠনের দুটি ভাগে বিভক্ত হয়েছিল। ব্যক্তিগতভাবে ২০০৫ সালে সংগঠনে তিনি যোগ দিয়েছিলেন। এনএলএফটির সভাপতি নয়ন কুমার জমাতিয়ার মৃত্যু পর তিনি সংগঠনের গুরুত্ব দায়িত্ব নিয়েছিলেন।

এদিন তিনি আরও বলেন, বহু বছর থেকে শান্তি চুক্তি নিয়ে তিনি কেন্দ্র সরকারের সাথে কথাবার্তা বলেন। কেন্দ্র সরকারের নিকট তিনি অনেকবার দাবিগুলো জানিয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময় ধরে এই দাবি নিয়ে বহু সমস্যা দেখা গিয়েছিল। তারপর গত ৪ সেপ্টেম্বর কেন্দ্র সরকার তাদের সমস্ত দাবি মেনে নিয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *