BRAKING NEWS

ভারত এখন ডিজিটাল সংযোগ ব্যবস্থায় গোটা বিশ্বকে পথ দেখাচ্ছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ অক্টোবর (হি.স.): ভারত এখন ডিজিটাল সংযোগ ব্যবস্থায় গোটা বিশ্বকে পথ দেখাচ্ছে। দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেছেন, টেলিযোগাযোগ ব্যবস্থাপনায় ভারত এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ হয়ে উঠেছে। দেশে এখন ১২০ কোটিরও বেশি মানুষ মোবাইল ফোন ব্যবহার করছেন। তিনি মঙ্গলবার নতুন দিল্লির ভারত মণ্ডপমে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন আইটিইউ এবং ওয়ার্ল্ড কমিউনিকেশন স্ট্যান্ডারাইজেশন অ্যাসেম্বলি ২০২৪-এর উদ্বোধন করেন। এরপর প্রধানমন্ত্রী বলেন, ভারত এখন ডিজিটাল সংযোগ ব্যবস্থায় গোটা বিশ্বকে পথ দেখাচ্ছে। খুব সস্তায় মোবাইল সেট পাওয়ার পাশাপাশি বহু দূরবর্তী স্থানের সঙ্গেও মানুষ এখন সহজে যোগাযোগ স্থাপন করতে পারছে। ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস এই পরিষেবা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে তিনি মনে করেন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *