BRAKING NEWS

বিশ্বকে সঙ্ঘাত থেকে বের করে সংযুক্ত করার কাজে নিয়োজিত ভারত : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৫ অক্টোবর (হি.স.): বিশ্বকে সঙ্ঘাত থেকে বের করে সংযুক্ত করার কাজে নিয়োজিত ভারত। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে প্রধানমন্ত্রী মোদী দাবি করেছেন, ভারত এখন গুণমানসম্পন্ন সেবায় অনেক বেশি মনোনিবেশ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার দিল্লির ভারত মণ্ডপমে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন-আইটিইউ এবং ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাসেম্বলির উদ্বোধন করেছেন। একই সঙ্গে তিনি সূচনা করেন অষ্টম ইন্ডিয়া মোবাইল কংগ্রেস ২০২৪-এর।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বলেছেন, “ইন্ডিয়া মোবাইল কংগ্রেসে দেশ এবং বিশ্বের আপনাদের সবাইকে অনেক অভিনন্দন। আপনারা ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাসেম্বলির জন্য প্রথম বার ভারতকে বেছে নিয়েছেন, এজন্য আপনাদের ধন্যবাদ।” প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “একবিংশ শতাব্দীতে ভারতের মোবাইল ও টেলিকম যাত্রা সমগ্র বিশ্বের জন্য অধ্যয়নের বিষয়। বিশ্বে মোবাইল এবং টেলিকমকে একটি সুবিধা হিসাবে দেখা হয়েছিল, কিন্তু ভারতের মডেল কিছু আলাদা ছিল। ভারতে আমরা টেলিকমকে শুধুমাত্র কানেকটিভিটি নয়, বরং সমদর্শিতা এবং সুযোগের মাধ্যম করেছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *