BRAKING NEWS

আরও তিক্ত হচ্ছে ভারত-কানাডা সম্পর্ক, এবার কাঠগড়ায় তুললেন স্বয়ং ট্রুডো

অটোয়া, ১৫ অক্টোবর (হি.স.): আরও তিক্ত হচ্ছে সর্ম্পক। কানাডা দূতাবাসের ছয় কূটনীতিককে অবিলম্বে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে বিদেশ মন্ত্রক। আগামী শনিবার মধ্য রাতের মধ্যে ভারত ছাড়তে হবে ওই কূটনীতিকদের। এর মাঝে নয়াদিল্লির বিরুদ্ধে নতুন অভিযোগ আনলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি বলেছেন, ‘কানাডার মাটিতে অপরাধমূলক নানা কাজকর্মের সঙ্গে জড়িত ভারত।’ যদিও এই মন্তব্যের সপক্ষে কোনও যুক্তি দিতে পারেননি ট্রুডো। হরদীপ সিং নিজ্জরের খুনের ঘটনা নিয়ে ফের একবার নয়াদিল্লির দিকেই আঙুল তুলেছেন কানাডার প্রধানমন্ত্রী। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, “গত সপ্তাহের শেষে যখন আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছিলাম, তখন আমি তুলে ধরেছিলাম যে, এই সপ্তাহান্তে সিঙ্গাপুরে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের মধ্যে কতটা অবিশ্বাস্যভাবে গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। তিনি সেই বৈঠক সম্পর্কে অবগত ছিলেন এবং আমি চাপ দিয়েছিলাম, যাতে বৈঠকটি খুবই গুরুত্ব সহকারে নেওয়া হয়।”ট্রুডো বলেছেন, “আমি গত বছরের ঘটনা জানি এবং আজকের ঘটনাগুলি অনেক কানাডিয়ানকে নাড়িয়ে দিয়েছে, বিশেষ করে ইন্দো-কানাডিয়ান এবং শিখ সম্প্রদায়ের মানুষদের। আপনাদের মধ্যে অনেকেই রাগান্বিত, বিচলিত, ভীত আমি বুঝতে পেরেছি। এমনটা হওয়া উচিত নয়। কানাডা-ভারতের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে যার মূলে রয়েছে মানুষে মানুষে সম্পর্ক, ব্যবসা এবং বাণিজ্য। কিন্তু আমরা এখন যা দেখছি তা মেনে চলতে পারি না। কানাডা ভারতের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্পূর্ণভাবে সম্মান করে এবং আমরা আশা করি ভারত সরকার কানাডার জন্যও তাই করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *