নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর: আসামের একটি দুষ্টচক্রের দ্বারা উপহার কুপনের নামে প্রতারিত হচ্ছে বহু নিরীহ মানুষ। আর এই প্রতারণার ফাঁদে ধর্মনগর রেলওয়ে স্টেশন স্থিত রেলওয়ে ইয়ংম্যান অ্যাথলেটিক ক্লাবকে ফেলার পরিকল্পিত চেষ্টা করা হচ্ছে। এমনই অভিযোগে এনে মঙ্গলবার দুপুরে রেলওয়ে ইয়ং ম্যান অথলেটিক ক্লাব গৃহে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানালেন ক্লাব কর্তৃপক্ষ।
তারা জানিয়েছেন দরিদ্রদের সাহায্যার্থে সামাজিক কর্মকাণ্ডের উদ্দেশ্য নিয়ে বিগত কিছুদিন পূর্বে ক্লাবের উদ্যোগে উপহার কুপণ্যের আয়োজন করার উদ্যোগ নেওয়া হয়েছিল। সে মোতাবেক ধর্মনগর মহকুমা শাসকের নিকট উপহার কুপন পরিচালনার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। এদিকে অনুমতি আশার পূর্বেই একটি দুষ্টচক্র রেলওয়ে ইয়ংম্যান অ্যাথলেটিক ক্লাবের নাম জড়িয়ে অনলাইন এবং অফলাইনে ভুয়া উপহার কুপনের টিকেট বিক্রি করতে শুরু করে। বিষয়টি তাদের নজরে আসতেই তড়িঘড়ি তারা এই এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন।
সাংবাদিক সম্মেলন থেকে তারা জানিয়েছে এইটি সম্পূর্ণ ভুয়া। তাই রাজ্যের কিংবা বহি:রাজ্যের কেউই যেন এই উপহার কুপনের ফাঁদে পা না দেন। মঙ্গলবারের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রেলওয়ে ইয়াংম্যান অ্যাটলেটি ক্লাবের সম্পাদক অমিত চক্রবর্তী ছিলেন অনান্য আরও সদস্যরা।